কলকাতা: ৯০ দিন পরেও আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই (CBI In RG Kar Case)। আরজি কর মামলায় (RG Kar Incident) জামিন প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ ও তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। এই ঘটনায় হতাশা ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের অন্দরে। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তাররা। শুধু ডাক্তাররা নয় জামিন কাণ্ডে সরব রাজনৈতিক মহল।
আরজি করে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। শুক্রবার আদালতে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। এদিন আরজি কর মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। দুজনের জামিনের হতাশা ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তার মহলে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত (Junior Doctor Aniket Mahato) বলেন, “সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও আদালতে চার্জশিট দিতে পারেনি সিবিআই। সিবিআই তদন্ত মানেই বিচার পেয়ে গিয়েছি তা নয়। তাই জামিন পেয়ে গেল ২জন। ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। কেন তারা চার্জশিট দিতে পারল না, তার জবাব দিতে হবে। সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে সিবিআই। এ রাজ্য এবার ধর্ষক-খুনির মুক্তাঞ্চলে পরিণত হবে। দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুন: পাঠ্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, জামিনের শর্তে বলা হয়েছে যখন ডাকবে তখন যেতে হবে। যে জায়গায় বলার দরকার বলব। প্রতিবাদ করা দরকার তা আমরা করব। পরীক্ষার জন্য আমাদের কিছুটা অফ আছে। এই আন্দোলনটা আমরা চালিয়ে নিয়ে যাব। তবে অত্যন্ত হতাশ হয়েছি। আমার ক্ষোভে ফেটে পড়েছি। এই দ্বিচারিতা করা যাবে না। যে দোষী সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাঁকে সঠিক চার্জশিট দিয়ে সাজা দিতে হবে। নাগরিক সমাজের কাছে তাঁর একটাই অনুরোধ, “রাজপথ ছাড়বেন না।
দেখুন ভিডিও