কলকাতা: আরজিকর কাণ্ডে (RG Kar Incident) জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরার সুপ্রিম নির্দেশ। শীর্ষ আদালতের কাজে ফেরার নির্দেশে খুশি নয় আন্দোলনকারী চিকিৎসকরা (Doctors Stricke For RGKar Incident)। সুপ্রিম কোর্টের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশের পর বৈঠকে বসেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকরা। এরপর রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা বৈঠকে বসবেন। তারপর ঠিক হবে পরবর্তী কর্মসূচি। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁরা কাজে ফিরবেন কি না।
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে নেতা অভিনেতা থেকে শিল্পীরা সকলেই। এ শহর দেখেছে রাত দখল ও ভোর দখল থেকে লালবাজার-নবান্ন অভিযান। বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। ২৮দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। যার জেরে বেহাল স্বাস্থ্য পরিষেবা। সিনিয়র ডাক্তাররা কোনওরকমে আউটডোর পরিষেবা চালিয়ে যাচ্ছেন। ভোগান্তির মুখে পড়েছেন রোগীরা। বিনা চিকিৎসায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। সিনিয়র ডাক্তাররা কোনওরকমে আউটডোর পরিষেবা চালিয়ে যাচ্ছেন। ভোগান্তির মুখে পড়েছেন রোগীরা। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, কর্মবিরতির জেরে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: সিআইএসএফের দায়িত্বে থাকা আরজি করে হস্টেলে ভাঙচুরের অভিযোগ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন। আন্দোলনকারীদের আলোচনায় বসার কথাও বলেছেন। এ প্রসঙ্গে অবশ্য আন্দোলনকারীদের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা হতেই পারে। তাদের ৫ দফার দাবি নিয়েও কাল পর্যন্ত কর্মবিরতির করবেন। তারপর তাঁরা কর্মবিরতি তুলে নেবেন কি না তা জেনারেল বডির বৈঠকের পরই সিদ্ধান্ত হবে।
দেখুন ভিডিও