কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী ডাক্তার খুন ও ধর্ষণে চাঞ্চল্যকর মোড়। ওই তরুণী ডাক্তার খুনের দিন সল্টলেকের (Saltlake) হোটেলে ওঠেন এক ব্যক্তি। সিবিআইয়ের (CBI) নজরে সেই ব্যক্তি। হোটেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার সব নথি নিয়ে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। হোটেলের এক কর্মচারী রেজিস্টার খাতা সহ বেশ কিছু নথি নিয়ে সিবিআইয়ের দফতরে পৌঁছেছেন। সিবিআই সূত্রে খবর, আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআইয়ের কাছে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই ঘটনায় এবার সল্টলেকের ওই হোটেলের কর্মীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
আরও পড়ুন: কঙ্গনাকে নিয়ে এ কী করল বিজেপি, জানুন চমকে দেওয়া ঘটনা
আরও খবর দেখুন