তমলুক: আরজি করে (RG Kar Medical College Incident) মহিলা চিকিৎসাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। বিচারের দাবি আন্দোলনে নেমেছে জেলা-কলকাতার সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকও পড়ুয়ারা। বিভিন্ন হাসপাতালগুলিতে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিলেও তমলুকে মেডিকেল কলেজে দেখা গেল অন্যছবি। জামায় কালো ব্যাজ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। এদিন নির্যাতির বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তিনি জানান,মৃত মহিলা চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ, ওদের ভিতরেই কেউ আছে। এই অভিযোগ খতিয়ে দেখতে হবে। যদি সাতদিনের মধ্যে এই খুনের কিনারা না হলে এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে বলে জানান মমতা।
আরও পড়ুন: আরজি করের অ্যাসিট্যান্ট সুপারকে তলব লালবাজারের
ডাক্তারি পড়ুয়া ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি,কাকদ্বীপ ,বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা। কিন্তু তমলুকে ধরা পড়ল অন্য চিত্র। প্রতিবাদে সোচ্চার হলেও জামায় কালো ব্যাজ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। তমলুক মেডিকেল কলেজের চিকিৎসকরা বলেন, তারা জামায় কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। সেই সঙ্গে পরিষেবাও সচল রেখেছেন। যাতে রোগীর পরিবার সমস্যায় না পড়ে। রোগী থেকে তাদের পরিবার যেন তাদের পাশে পান। ইতিমধ্যেই একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আর জি কর মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের। চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে সিবিআই তদন্তের দাবি জানান, তমলুক মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা।
অন্য খবর দেখুন