skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollএবার 'ধর্মতলা দখল'-র ডাক আন্দোলনকারীদের
RG Kar Case

এবার ‘ধর্মতলা দখল’-র ডাক আন্দোলনকারীদের

কলেজ স্কোয়ার থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল

Follow Us :

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘রাত দখল’ ‘ভোর দখল’-র পর এবার ‘ধর্মতলা দখল’-র ডাক আন্দোলনকারীদের। কলেজ স্কোয়ার থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে সাধারণ মানুষ থেকে নেতা অভিনেতা, শিল্পীরা সকলেই পথে নেমেছে। এ শহর দেখেছে রাত দখল ও ভোর দখল। বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। গান ছবি আঁকা, প্ল্যাকাড হাতে দোষীদের শাস্তি চেয়ে পথে নেমেছে আট থেকে আশি।

নিজস্ব সংবাদদাতা: তিলোত্তমা বিচার চাই, দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে সকলেই। সোমবার বিচারের দাবিতে রাত ৯ টায় 9 মিনিট আলো নিভিয়ে নীরবতা পালন ধর্মতলা করল আন্দোলনকারীরা। বিচারের দাবিতে কে সি দাসের মিষ্টির দোকানের সামনে, ওই সময় ওই সংলগ্ন দোকানগুলিতে আলো নিভিয়ে তারাও নিরবতা পালন করেন। ফলে অবরুদ্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সমস্যায় পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ। কেসি দাস এবং টিপু সুলতান মসজিদের সামনে ৯ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করল প্রতিবাদীরা। ৯ মিনিট শব্দ, আলো বন্ধ করে বিচার না পাওয়ার একমাস এর প্রতিবাদ।
জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ, জ্বললো মোবাইলের ফ্ল্যাশ লাইট। প্রতিবাদে সামিল হয়েছিলেন প্রতিকুর এবং দিপ্সিতা ধর।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular