নয়াদিল্লি: আরজি কর (R G Kar Incident) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই ও রাজ্য। সোমবার মামলার শুনানিতে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ থেকে ময়নাতদন্ত নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এমনকি শীর্ষ আদালত প্রশ্ন তোলে মৃত্যুর সময়, শংসাপত্র দেওয়ার সময় নিয়েও। সুপ্রিম কোর্ট রাজ্যকে প্রশ্ন করে ঘটনার দিন সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে কি না। আদালতে রাজ্য জানায় সমস্ত ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে। রাজ্যকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তথ্যপ্রমাণ সংগ্রহের ফুটেজ কি দেওয়া হয়েছে? কলকাতা পুলিশ কি সিবিআইকে দিয়েছে?’ জবাবে সিবিআইয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ২৭ মিনিটের মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
আরও পড়ুন: ফের সিবিআইকে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court On R G Kar Incident) জানতে চায় ঘটনার দিন অভিযুক্ত ঘরে প্রবেশ করার পর আর কেউ ওই সেমিনার হলে ঢুকে ছিল কি না। সেই সময়কার সিসিটিভি ফুটেজ রয়েছে কি না। অভিযুক্ত ঢোকার পর থেকে শুরু করে গোটা সিসিটিভি ফুটেজ কি সিবিআইয়ের হাতে আছে?ভোর সাড়ে ৪টে থেকে ফুটেজ থাকার কথা। প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তখন ফের সিবিআই জানায় তাদের কাছে ২৭ মিনিটের ফুটেজ রয়েছে। তখনও পাল্টা রাজ্য জানায় পুরো সময়ের ফুটেজই দেওয়া হয়েছে। এদিন সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা শীর্ষ আদালতে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার কিছু তথ্য গোপন করছে। তবে, রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান, রাজ্য সরকার এখনও সিবিআইকে সমস্ত তথ্য সরবরাহ করেনি এবং সেই কপি আদালতে জমা দেওয়া হয়েছে।
পোস্টমর্টেমের সময় থেকে সিসিটিভি ফুটেজের ‘টেকনিক্যাল গ্লিচ’, একের পর এক ইস্যুতে অসন্তোষ প্রকাশ করল সিবিআই। এরপরই সিবিআইকে নতুন করে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে। এই মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টম্বর।
অন্য খবর দেখুন