কলকাতা: আরজি করের দুর্নীতি মামলায় একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষেরা (Sandip Ghosh)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পুনঃ বিবেচনার আবেদন খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন সন্দীপ ঘোষ ও সুমন হাজরা। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আবেদন, বৃহস্পতিবার বেলা ১২ টায় শুনানি হবে। শুনানি পূর্বে সম্পর্ককে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ।
এই মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ও তাঁর সহ-অভিযুক্তদের আর্জি গত মাসে খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিয়েছিলেন এ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনা করা হবে না। মামলার গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপেরা।
আরও পড়ুন: কেষ্ট কাজল দ্বন্দ্ব অব্যাহত! এবার নাম না করে কাজলকে তোপ অনুব্রতর
অন্য খবর দেখুন