কলকাতা: সন্দীপ ঘোষের আমলে দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসার পর থেকেই দুর্নীতি করেছেন সন্দীপ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বেআইনি ভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, সঠিক কাগজ না থাকার সত্ত্বেও তিন কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছেন সন্দীপ ঘোষ। প্রকাশ্যে এসে সেই তিন কোম্পানির নামও, তারা ট্রেডার্স, মেসার্স ঈশান ক্যাফে,মেসার্স খানা লৌহ। আর এই তিন কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিতে মোটা টাকা ঘুষ নিয়ে ছিলেন সন্দীপ।
আরও পড়ুন: আরজি করে সিআইএসএফ-এর ডিআইজি, ঘুরে দেখলেন হাসপাতাল চত্বর
সন্দীপ ঘোষের আমলে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির কথা কার্যত মেনে নিয়েছে রাজ্য সরকার। এই দুর্নীতির তদন্তে নবান্ন সিট গঠন করেছে। টানা থানায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। এর মধ্যে ইডি তদন্তের দাবি উঠল। সন্দীপের প্রাক্তন সহকর্মী আখতার আলির দাবি করেছেন, রাজ্যের সিট নিরপেক্ষভাবে কাজ করবে না। তাঁর দাবি, সন্দীপ দায়িত্বে আসার পর থেকেই দুর্নীতি শুরু করেছেন। টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পাশ করাতেন। এমনকী হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ ও অন্যান্য বায়োমেডিক্যাল বর্জ্য বাইরে পাচার করেছেন সন্দীপ।
অন্য খবর দেখুন