কলকাতা: ৪৩ দিন পর ছন্দে ফিরল আরজি কর সহ সরকারি হাসপাতাল। শনিবার সকালে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Resume Their Duty)। আপাতত জুরুরি বিভাগে কাজে ফিরেছেন তাঁরা। আরজি কর সহ সব হাসপাতালেই ইমার্জেন্সি বিভাগ পুরোদমে চালু হয়ে গিয়েছে। তবে এখন আউটডোরে রোগী দেখছেন সিনিয়ররাই। আগামী সাতদিনের মধ্যে রাজ্য সরকার তাদের সব দাবি মেনে নিলে তবে তারা আউটডোরে ফের কাজে ফিরবেন বলে শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যদি রাজ্য ওই শর্ত না পূরণ না করে তবে ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে বসবেন ডাক্তাররা।
শুক্রবার ১১ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্না তোলেন জুনিয়র চিকিৎসকরা। টানা ৪৩ দিন রাজপথে রোদ বৃষ্টি মাথায় নিয়ে টানা কর্মবিরতি চালিয়েছে। আজ থেকে কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা। এদিন থেকে জেলার মেডিক্যাল কলেজগুলির পিজিটিরা কাজে যোগ দিয়েছেন। আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত জানিয়েছে, প্রায় একমাসের কাছাকাছি সময় ধরে সিবিআই তদন্ত করছে। আমরা ও সাধারণ মানুষ জানতে চাইছে তদন্ত কতটা এগোল। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, আন্দোলন বন্ধ হয়ে গেল এমনটা ভাবার কোনও কারণ নেই। তদন্ত প্রক্রিয়া ঠিকমতো না এগোলে দশ দিন পর আবার ফেরত আসা হবে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ফের নিম্নচাপের বৃষ্টি!
শুক্রবার জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন থেকে সিজি কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে তারা সিজিও পর্যন্ত মিছিল করেন। দ্রুত বিচার চেয়ে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত গতকাল মিছিল (RG Kar Protest Rally ) করলেন তাঁরা। মিছিলে স্লোগান উঠেছে, “আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই।”
দেখুন ভিডিও