কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Incident) ২ সপ্তাহ পার। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার সিবিআইয়ের (CBI) কাঁধে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যামামলার তদন্তের অগ্রগতি কী? তা জানতে শুক্রবার সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা (Doctors Protest)। সিবিআই তদন্তের গতিবিধির উপর নির্ভর করছে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। শুক্রবার সিজিও থেকে বেরিয়ে তারা জানিয়ে দেয়, আপাতত কাজে ফিরছেন না আন্দোলনকারী চিকিৎসকেরা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চলছিল, তেমনই চলবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কী নির্দেশ কলকাতা হাইকোর্টের
সুপ্রিম কোর্টে বিচারাধীন আরজি কর কাণ্ডের মামলা। শুক্রবার সরাসরি সিবিআই দপ্তরে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছ থেকে মামলা সংক্রান্ত কোনও তথ্যই পাননি তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সাফ জানালেন, সুবিচারের প্রশ্নে ‘নো কম্প্রোমাইস’। ৯ অগস্ট তদন্ত যেখানে ছিল দুসপ্তাহ পর কেস সেখানে দাঁড়িয়ে। আন্দোলনকারীরা তাঁদের দাবি অনুযায়ীই সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি জানতে চান। কিন্তু সিবিআইয়ের তরফে তাদের জানিয়ে দেওয়া হয়, ওই তদন্ত চলছে আদালতের নজরদারিতে। বিষয়টি বিচারাধীন। তাই এ বিষয়ে কিছু জানানো যাবে না। তাই তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।ট
দেখুন ভিডিও