কলকাতা: বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ নবান্ন সভাঘরে সরকারের সঙ্গে দ্বিতীয় বৈঠক বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest RG Kar)। নিজেদের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ৯ দিন ধরনায় রয়েছেন , গত ৪০ দিন ধরে আন্দোলনে করছেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে , চলবে তাঁদের কর্মবিরতি। আলোচনা চেয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সঙ্গে সঙ্গে বৈঠকে বসতে রাজি রাজ্য সরকার। বৈঠকে যাওয়ার আগে রাজ্য সরকার ও সাধারণ মানুষকে তাদের দাবি গুলো ফের একবার মনে করিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। চতুর্থ ও পঞ্চম দাবি এখনও পূরণ হয়নি। সেই নিয়ে আলোচনায় বসছেন।
আরও পড়ুন: হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যসচিব?
বুধবার বৈঠককে বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের দাবি গুলোকে ফের সকলের সামনে তুলে ধরেন। তারা জানান, চতুর্থ ও পঞ্চম দাবি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সরকারি মেডিক্যাল কলেজগুলি থ্রেট কালচার বন্ধ করতে হবে। সরকারি হাসপাতাল গুলিতে কাজ করতে ভীত হচ্ছেন তারা। কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা সুনিশ্চিত করা, নার্স, স্বাস্থ্যকর্মী, জিডিএ চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের একদফা বৈঠকে বসছে রাজ্য। ডাক্তারেরা জানিয়েছেন, এই সমস্ত দাবি নিয়ে সরকারের থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ছাড়া তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান এবং কর্মবিরতির সিদ্ধান্ত নেবেন। আর কিছুক্ষণ পরই নবান্নে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। ৩০ জন প্রতিনিধি নবান্নের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
দেখুন ভিডিও