কলকাতা: আরজি করের প্রতিবাদে বুধবার রাজপথে নামলেন জুনিয়র চিকিৎসকরা (Doctors Protest For RG Kar) । একদিকে যখন রাস্তায় মিছিলে হাঁটছেন ডাক্তরা, তখন তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী এক জুনিয়র চিকিৎসকের বলেন, মুখ্যমন্ত্রী আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। বলছি, আপনারা সবাই জানেনে আমাদের আন্দোলনের দাবিগুলো কী কী। আমরা বিচার চাই। স্বচ্ছ তদন্ত হোক। সন্দীপ ঘোষ ও সিপি বিনীত গোয়েলের অপসারণ চাইছি আমরা।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের মিছিলকে সমর্থন মমতার
কর্মবিরতির ফলে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ছে। মানুষ চিকিৎসা পাচ্ছেন না এবং অনেকে বেঘোরে মারা যাচ্ছেন। মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ ফিরতে অনুরোধ করেছেন। ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেন জুনিয়র চিকিৎসকদের ওপর নির্ভর করতে হচ্ছে? আমরা এখানে প্রশিক্ষণ নিতে এসেছি। আমাদের সিনিয়র চিকিৎসকদের সাহায্যের জন্য রাখা হয়েছে। কোনও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। কিন্তু নিয়োগ হয়নি। আমরা বিচার চাই। তারপর আমরা কাজে ফিরব। এক জুনিয়র ডাক্তার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যদি এক পা এগিয়ে আসেন তবে আমরাও এক পা এগিয়ে আসব। যারা এত বড় দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তাদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এক জুনিয়র চিকিৎসক বলেন, সন্দীপ ঘোষকে যে আপনি ব্যবস্থা নিতে পারছেন না। দিন অন্য আন্দোলনকারী চিকিৎসক বলেন, দোষীদের এখনও চিহ্নিত করা হয়নি এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দোষীদের চিহ্নিত না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।
দেখুন ভিডিও