skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollনয়া কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারী চিকিৎসকরা
RG Kar Protest

নয়া কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারী চিকিৎসকরা

আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারেন কি না, জানতে চাইবেন জনতার কাছে

Follow Us :

কলকাতা: নয়া কর্মসূচি ঘোষণা করল আন্দোলনকারী চিকিৎসকরা (R G Kar Doctors Protest)। আরজি করের কাণ্ডের এক মাস হতে যায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে এখনও পথে নেমে জারি আন্দোলন। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবার নয়া কর্মসূচির ঘোষণা করল জুনিয়র চিকিৎসকরা।

বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন, লালবাজার, রাজভবন অভিযানও করেছেন তাঁরা। গত ৪ সেপ্টেম্বর রাতে এক ঘণ্টা আলো নিবিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার জেলায় জেলায় ‘অভয়া ক্লিনিক’ করবেন তাঁরা। বিকেল ৫টায় মানবন্ধন করবেন তাঁরা। জাতীয় সংগীত গাইবেন। সোমবার সুপ্রিম কোর্টে আর জি করের তরুণী চিকিৎসক হত্যা মামলার শুনানি। আদালতে দিকে নজর থাকবে সকলের। সকাল ১০টা থেকে আধঘণ্টা কর্মবিরতির ডাক দিয়ে সকলকে পথে নামার আহ্বান জুনিয়র চিকিৎসকদের। এবং রাজপথে আদালত’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা।

আরও পড়ুন: সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

সোমবার ‘জনতার মতামত, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে কিছু প্রশ্ন রাখবেন চিকিৎসকরা। জানতে চাওয়া হয়েছে, ‘আন্দোলন কোন পথে চলছে?’ একই সঙ্গে তাঁরা জানতে চাইবে আন্দোলন চালিয়ে নিয়ে যেতে পারেন কি না। পাশাপাশি, আন্দোলনরত চিকিৎসকদের দাবি নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে চান তাঁরা। ‘অভয়া ক্লিনিক’ এগিয়ে নিয়ে যাওয়া যায় কি না।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular