কলকাতা: এবার রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা (Doctors Protest RG Kar)। মঙ্গলবার ৫ দফার দাবি নিয়ে স্বাস্থ্য দফার অভিযানে নামছেন জুনিয়র চিকিৎসকরা। আগের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (DHS) ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার (DME) ইস্তফার দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছে ডাক্তাররা। সোমবার করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন যাবেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি।
আরও পড়ুন: হুমকি দেওয়ার অভিযোগ, ৫১ জন জুনিয়র চিকিৎসককে তলব
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে ডাক্তার দেবাশীষ হালদার জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর তাঁরা হতাশ। বিচার এখনও অধরা। সোমবার বিকেলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা তাঁদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের যে পাঁচ দফা দাবি আছে, সেগুলো সরকার মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে যদি মেনে নেন তাহলে তাঁরা সিদ্ধান্ত নেবেন কাজে যোগ দেবেন কি-না, মেনে না নিলে চলতে পারে কর্মবিরতি। দাবিপূরণের জন্য, মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। না হলে এটাই বোঝা যাবে সরকার চায় না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব।
অন্য খবর দেখুন