নন্দীগ্রাম: আরজি কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় থানা ঘেরাও (BJP Thana Gherao)কর্মসূচীর ডাক দিয়েছে বিজেপি। প্রতিবাদে নন্দীগ্রামে থানা ঘেরাওকে (Nandigram BJP Thana Gherao) কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গেট ভেঙে পুলিশকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল বিজেপি কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: স্যোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! পুলিশের দ্বারস্থ রাজন্যা
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজ্য জুড়ে বিজেপি থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। সেই মতো সকাল থেকে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপির কর্মীসমর্থকেরা। উত্তর ২৪ পরগনা, কাঁকশা, চুঁচুড়া নন্দীগ্রাম- সহ বিভিন্ন জেলায় চলছে ছানা ঘেরাও কর্মসূচী। এদিন নন্দীগ্রামের থানা ঘেরাও কে ঘিরে উত্তেজনা ছড়ায়। মিছিলের পুরোভাগে ছিলেন মহিলারা। তাঁদের রুখতে থানার গেট আটকে ব্যারিকেড করেছিল পুলিশ ও ব়্যাফ। কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের বাধা মানেনি। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল পুলিশ। থানা চত্বরে ঢুকে পড়েন তাঁরা। রাস্তায় অবস্থানে বসে পড়েন অনেকে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। রীতিমতো গেট ভেঙে থানার ভেতরে ঢুকে যায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থান নিয়ন্ত্রণে আনে।
দেখুন ভিডিও