কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা (Doctors Protest For RG Kar)। দোষীকে এখনও আড়াল করার চেষ্টা চলছে বলেই অভিযোগ তাঁর। তার জেরেই তারা এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না। রবিবার সাংবাদিক বৈঠক জানান আন্দোলনকারী চিকিৎসকরা।
রবিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনকার জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।ঘটনার মোটিভ এখনও তাঁদের কাছে অজানা। দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের অবিলম্বে চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন: আরজি করে সিবিআই তল্লাশিতে মিলল দুর্নীতির নথি?
চিকিৎসকদের অভিযোগ, পুলিশের ভূমিকা আমরা সবাই জানি। পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে।স্বাস্থ্যভবনের মদতে দোষীকে আড়াল করার চেষ্টা চলছে। কলেজে কলেজে সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়ার ডাক্তার ও মেডিক্যাল ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমরা ভোটটা ফেরাতে চাই। মেডিক্যাল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছ, সুষ্ঠ নির্বাচন করতে হবে। দোষীদের দ্রুত চিহ্নিত করতে হবে।
দেখুন ভিডিও