কলকাতা: কলকাতার (Kolkata) আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ সর্বত্র। শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে তা বিদেশেও পৌঁছেছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতিবাদ হচ্ছে কার্যত সমাজের সর্বস্তর থেকে। তবে এরই সুযোগে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে চক্রান্তকারীরা। এবং তা করতে চাওয়া হচ্ছে পাকিস্তান থেকে। এমনই কিছু তথ্যপ্রমাণ উঠে এসেছে কলকাতা পুলিশের হাতে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ফেক প্রোফাইল পাওয়া গিয়েছে যার আইপি অ্যাড্রেস পাকিস্তানে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি পশ্চিমবঙ্গ তথা ভারতকে অশান্ত করতে পরিকল্পনা করে চক্রান্ত করা হচ্ছে? বিশেষ করে ১৪ অগাস্ট রাতে যেভাবে আরজি কর হাসপাতালে আচমকা কয়েক হাজার লোক হামলা চালিয়েছে তার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনার তদন্তে ইতিমধ্যে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।
ওই মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে কলকাতা পুলিশ অনেককে নোটিস পাঠিয়েছে। সতর্ক করেছে অনেককে। পাশাপাশি বেশ কিছু প্রোফাইল চিহ্নিত করেছে। তাতেই দেখা যাচ্ছে এই ঘটনা। সম্প্রতি বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল তার পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাআইএসআইয়ের হাত রয়েছে বলে জানিয়েছিলেন শেখ হাসিনার ছেল সজীব ওয়াজেদ জয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশের পর এবার কি তবে ভারতকে টার্গেট করা হচ্ছে?
আরও পড়ুন: জলাভূমি বুজিয়ে বহুতল নির্মাণের অভিযোগ
আরও খবর দেখুন