কলকাতা: মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College and Hospital Incident) দুই চিকিৎসক-ছাত্রীর বয়ান রেকর্ড করল সিবিআই। সিজিও-তে (CGO Complex) তাঁদের সঙ্গে যান আরজি মেডিক্যাল কলেজের সুপার (RG Kar Super) সপ্তর্ষি চট্টোপাধ্যায়ও। তিনি বেরিয়ে বলেন, আমাকে কিছু নথি জমা করতে বলা হয়েছিল। সিবিআই সূত্রে খবর এই দুই পিজিটি চেস্ট মেডিসিন বিভাগের। মৃত তরুণী চিকিৎসকের সহপাঠী বলে সিবিআই সূত্রে খবর। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার কারণেই দেখে পাঠানো হয়েছিল। ৮ তারিখ রাত সম্পর্কে জানতেই সিবিআই তলব করেছিল। সূত্রের খবর, এর পাশাপাশি ৯ তারিখে কি কি ঘটেছিল, কখন তারা জানতে পারেন। তার আগে মৃত তরুণী চিকিৎসক তাদের কোন কিছু জানিয়েছিলেন কিনা সেই বিষয়ে জানার জন্যই তলক করা হয় বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন: মেডিক্যাল কলেজের স্বাস্থ্য কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী
আরজি কর মেডিক্যাল কলেজের সুপার সপ্তর্ষি বলেন, আমাকে কিছু নথি জমা করতে বলা হয়েছিল। সে সব নথিতে আমি সই করলাম। দুই পিজিটিকে কেন আসতে বলা হয়েছিল, সেই নিয়ে কিছু বলতে পারব না। কারণ, তদন্ত চলছে।
অন্য খবর দেখুন