কলকাতা: আরজি করের (RG Kar Hospital Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরতে পরতে রয়েছে রহস্য। তদন্ত যত এগোচ্ছে বেরিয়ে আসছে একের পর এক তথ্য পাওয়া গিয়েছে ভাইরাল হওয়া অডিও (RG Kar Viral Audio) ক্লিপে। জানা যাচ্ছে ঘটনার দিন নির্যাতিতার পরিবারকে তিনবার ফোন করে তিন রকমের কথা বলা হয়েছে হাসপাতাল থেকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে নির্যাতিতার পরিবার।
গত ৯ অগস্ট আরজি করের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট ও মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসকরে দেহ। ওই চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার দিন পরিবারকে আরজি কর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। ঠিক কী বলেছিলেন ফোন করে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার? জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবারের দাবি, প্রথমে বলা হয়েছিল তাঁদের মেয়ে অসুস্থ। দ্বিতীয়বার অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম নিয়ে হয়েছে গুরুতর অসুস্থ এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। বাবা-মাকে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসতেও বলা হয়েছে। তৃতীয়বার বলা হয়েছে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এখানেই নির্যাতিতা চিকিৎসককের মায়ের প্রশ্ন কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: আরজি করের পুলিশ মর্গে গেল সিবিআই
নির্যাতিতার মা-বাবা বারবার বলেছেন, ৮ অগস্ট রাতে ১১টার সময়ও শেষবার মেয়ের সঙ্গে কথা হয়েছিল। যখন কথা হয়েছিল তখন তিনি স্বাভাবিক ছিলেন। তাহলে আচমকা কেন আত্মহত্যা করবেন? আর তাই হাসপাতালের ফোন আসার পর থেকেই যড়ষন্ত্রের গন্ধ পাচ্ছেন মা-বাবার। কোনও একটা বিপদ যে হয়েছে তা খানিকটা আঁচ করতে পেরেছিলেন তাঁরা। সেই কারণেই হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার যখন বারবার এড়িয়ে’ যাচ্ছিলেন মা-বাবা খালি জানতে চাইছিলেন ‘মেয়েটা কেমন আছে?
দেখুন ভিডিও