কলকাতা: দীর্ঘ দু’ঘণ্টার বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দুটো দাবি মেনে নিল রাজ্য। তাদের দাবি মানার পরও কর্মবিরতিতে অনড় ডাক্তাররা। ডাক্তারদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সরকারের তরফে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি যতক্ষণ না পাচ্ছে তারা কর্মবিরতি ও স্বাস্থ্যভবনের সামনে অবস্থান নিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। বুধবার নবান্নের সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যসচিব (Junior Doctors With Chief Secretary) এবং টাস্ক ফোর্সের সদস্যদের বৈঠক হয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে মুখ্যসচিবের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন ডাক্তাররা। রাত পৌনে দশটা নাগাদ শেষ হল মুখ্যসচিবদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আলোচনা।
স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়া বাকি সব শর্ত মেনে নিল রাজ্য। জুনিয়র জাক্তারদের ৮ দফার মধ্য ৭ দফা দাবি মেনে নিল ডাক্তাররা। রাজ্যের সব সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি ও নিরাপত্তা দেওয়া। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বা থ্রেট কালচার বন্ধের দাবিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সহমত হয়েছে রাজ্য। তবে এই দাবিগুলো কার্যকর করতে কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে রাজ্যের তরফে। ডাক্তাররা জানান, লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। তারপর তারা আলোচনার মাধ্যমে কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন। নবান্ন সূত্রে খবর। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি। কলকাতা পুলিশে পুলিশ কমিশনার মনোজ বর্মা। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাবেদ শামীম।
আরও পড়ুন: কেন লালবাজারের দ্বারস্থ হলেন সৌরভ?
বৈঠকে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রাজ্য সরকারের তরফে তাদের দাবি মানা নিয়ে নির্দিষ্ট সার্কুলার বা নির্দেশিকা জারি না করলে তারা অবস্থান তুলবে না। বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, সব জেলায় মহিলাদের বিশেষ প্রশিক্ষিত বাহিনী উইনারস টিম আছে। আমরা আপনাদের নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। বৈঠকে কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। বৈঠকে ডাক্তাররা দাবি জানিয়েছে, হাসপাতালে দালালরাজ বন্ধ করতে হবে। হাসপাতালে ঢুকে একটা ডিসপ্লে রাখতে হবে, যেখানে দেখা যাবে কোথায় কটা বে়ড খালি আছে। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই ধর্নামঞ্চ থেকে খোলা হচ্ছে বাঁশ-প্যান্ডেল। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি স্বাস্থ্যভবনের সামনে অবস্থান প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা?
দেখুন ভিডিও