কলকাতা: দ্রুত আরজি কর কাণ্ডের রহস্যভেদে মরিয়া সিবিআই (CBI)। নজরে রয়েছেন আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) জুনিয়র চিকিৎসক ও নির্যাতিতার সহকর্মীরাও। ঘটনার দিন যারা যারা ছিলেন তাঁদের সকলকেই তলব করল সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে ৫০ জন ডিউটিতে ছিলেন। চিকিৎসক, নার্সিং স্টাফ, গ্রুপ ডি কর্মী, নিরাপত্তাকর্মী তাদের সকলকেই শুক্রবার তলব করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত সিজিও কমপ্লেক্স ১৩ হাজিরা দিয়েছেন। তাদের বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। সূত্রের খবর, সিবিআই জানতে চাইছে, ওই রাতে কে কোথায় ছিলেন। সূত্রের খবর, সিবিআই শুক্রবার একটি রেজিষ্টার খাতা বাজেয়াপ্ত করেছে। ঘটনার রাতে সেই খাতায় যাঁদের ওই বিল্ডিংয়ে ডিউটি ছিল, সেই অনুযায়ী তলব করা হয়েছে।
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এদিকে ঘটনার রাতে যাঁরা ডিউটিতে ওয়ার্ড বয় , নার্সিং স্টাফ, বেসরকারি নিরাপত্তারক্ষী, ডিউটিতে ছিলেন তলব করল সিবিআই। তাঁদের প্রত্যেকে এদিন সিবিআই তলব করে। তাঁদের মধ্যে ২ জন মহিলাও রয়েছেন বলে সূত্রের খবর। তাঁরা রাতেই সিবিআই দফতরে পৌঁছন। সূত্রের খবর, তাদের বয়ান রেকর্ড করা হয়।ওই রাতে কে কি করছিলেন তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, সেই সময় তাঁদের বক্তব্য মিলিয়ে দেখা হবে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতের ঘটনাক্রম তৈরি করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ, রাস্তা থেকেই আটক
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই কয়েকজন চিকিৎসকে জিজ্ঞাসাবাদ করেছেন। টালা থানার ওসিকেও জিজ্ঞাসাবাদ করেছেন। গোয়েন্দা বিভাগের কয়েকজন আধিকারিককেও সিবিআই তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে। এমনকী, লালবাজারের কয়েকজন পুলিশকর্তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা।
অন্য খবর দেখুন