কলকাতা: আগামিকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court) হচ্ছে না আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। উল্লেখ্য, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট পেশের কথা ছিল। প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারবেন না। সেই কারণে আগামিকাল আরজি কর মামলার শুনানি স্থগিত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না। বুধবার সন্ধ্যায় শীর্ষ আদলতের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে একথা। এর ফলে পরবর্তী কবে এই মামলার শুনানিতে তা অনিশ্চিত। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনা স্বাভাবিক ভাবে কিছুটা অক্সিজেন জুগিয়েছে সিবিআইকে। কারণ দীর্ঘ ২২ দিনের তদন্তে নতুন কিছু সত্য উদঘাটন করতে পারেনি। এই ঘটনার ফলে আরও কিছুটা সদন্তের সময় পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)