কলকাতা: আরজি করের ট্রেনি চিকিৎসকের শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকের মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুতে তপ্ত আরজিকর। এর্মাজেন্সির বাইরে চলছে বিক্ষোভ। উঠছে ধর্ষণ করে খুনের অভিযোগ। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। জানা গিয়েছে, রাত ৩টে থেকে বোর ৬টার মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ট্রেনি চিকিৎসককে। মহিলা চিকিৎসকের ঠোঁটে, গালে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি এক্সট্রানাল ইনজুরির চিহ্ন পাওয়া গিয়েছে।
আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হাসপাতাল চত্বর। চিকিৎসকের মৃত্যুর পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জুনিয়র ডাক্তারেরা মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন। মেডিক্যাল কলেজের সেমিনার হলে কোন ও সিসিটিভির নজরদারিও নেই বলে অভিযোগ করেন মৃত ডাক্তারি পড়ুয়ার মা। ইতিমধ্যে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যারা ডিউটিতে ছিলেন তাঁদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা প্রাথমিক তদন্তের পর দিলেন বিস্ফোরক তথ্য। ফরেনসিক টিমের কথায়, মহিলা চিকিৎসকের গলায়, ঠোঁটে, গালে ‘মার্ক’ অর্থাৎ আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: মেয়েকে খুন করা হয়েছে, দাবি মৃতের মায়ের
শুক্রবার সকাল সাড়ে ১১টার সময়ে হাসপাতালের সেমিনার রুম থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে ছিল। তাঁকে দেখতে হাসপাতালে যান বিধায়ক নির্মল ঘোষ। তিনি বিস্ফোরক দাবি করেন। তাঁর বক্তব্য, ‘ব্রুটালি খুন করা হয়েছে।’ এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।
অন্য খবর দেখুন