কলকাতা: আরজি করে (RG Kar Hospital Incident) চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় রাজ্য। ডাক্তার থেকে আইনজীবী, অভিনেতা অভিনেত্রী ,শিল্পী থেকে বুদ্ধিজীবীরা, পথে নেমেছেন সকলে। প্রতিবাদে সামিল আমজনতা। সকলেরই বিচার চায়। সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। সেই মতো সোমবার লালবাজারে হাজিরাও দেন চিকিৎসক কুণাল সরকার (Doctor Kunal Sarkar) এবং ডা. সুবর্ণ গোস্বামী। এই দুই চিকিৎসককে (Doctors In Lalbazar) তলবের বিরুদ্ধে পথে নামে অন্যান্য চিকিৎসকদের। লালবাজারের (Lalbazar) গেটের বাইরে জমায়েত করেছেন তাঁরা।
আরও পড়ুন: হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার, আইনজীবীদের হাতাহাতি, দেখুন বেনজির ঘটনা
চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ। এদিন চিকিৎসকরা মিছিল করে লালবাজারে যান। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে চিকিৎসকরা যান লালবাজারে। চিকিৎসকদের মিছিল আটকায় পুলিশ। পরে তারা লালবাজারে যান। অবশেষে বিকেল চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন। ডাঃ কুণাল সরকার বলেন, আমি বা সুবর্ণ, আমরা কেউ খুনের আসামি নই। আমরা কারও পরিচয় ফাঁস করিনি। কারা করেছেন সেটা আমাদের থেকে ভাল ওঁরাই জানেন। আমরা তু-তু ম্যায়-ম্যায় যায়নি। লালবাজারের ভিতরেই তাঁরা আছেন। পুলিশ আমাদের সঙ্গে খুবই নম্র ব্যবহার করেছেন। কমিশনার ও অ্যাডিশনার সিপি ওয়ান আমাদের সঙ্গে ভালো করে কথা বলেন। তদন্তের অগ্রগতির জন্য তারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। সমন পাঠিয়ে সাহায্য চাইছে পুলিশ, এটা একবার ভেবে দেখার দরকার। মিথ্যে অভিযোগে আমাদের ডেকে পাঠানো হল কেন? আমরা ডাক্তার এটিএম নই, সারাদিন কাজ করতে হয়। পরেরবার থেকে এভাবে তলব করলে আমরা সবসময় তদন্তে সহযোগিতা করতে পারব না। অপরদিকে, সুবর্ণ গোস্বামী বলেন, আমাদের সমন ডিসমিস করে দিয়েছে পুলিশ। সে রকম কোনও ভিত্তি ছিল না। আমরা কোনও নির্যাতিতার নাম-পরিচয় ফাঁস করিনি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ করেছেন।
দেখুন ভিডিও