কলকাতা: ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) মানেই যুবকদের বুক ধরফর। অভিনেত্রীর মোহময়ী আবেদনে কুপকাত নেটিজেনরা। অভিনেত্রী প্রায়ই স্যোশাল মিডিয়ায় তার মায়াবী লুকের ছবি পোস্ট করে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন। এবার শীতের সকালে অভিনেত্রীর ইনস্টা পোস্ট পারদ চড়াল কয়েকগুন।
বেশ কয়েকমাস আগে অভিনেত্রীর জীবনে নতুন মানুষের আগমন ঘটেছে। তথাগতর সঙ্গে এনগেজমেন্ট ভাঙার পর সুমিত অরোরার সঙ্গে নতুন সম্পর্কে ঋতাভরী চক্রবর্তী। মন দেওয়া নেওয়ার পর এবার বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রেম হোক ফটোশ্যুট রাগঢাক করেন না অভিনেত্রী। বরাবরই বোল্ড কিলার ফিগার মেলে ধরেন নায়িকা। তাঁর স্যোশাল মিডিয়ার পাতাতে চোখ রাখলে দেখা যায় খোলামেলা পোলশাকে দাঁড়িয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঋতাভরী। সাদা ডিপকাট টপ। উন্মুক্ত বক্ষযুগল। লাল লম্বা স্পিলট ড্রেস পড়ে পাথরের গায়ে হেলান দিয়ে পোজ দিয়েছেন নায়িকা। পিছনে ঝাপসা সমুদ্রের জল। চোখে আবেদন ভরা কিলার চাহনি। তার এ রূপে যেন মন্ত্রমুগ্ধ ভক্তরা।
আরও পড়ুন: শীতের দুপুরে আরাম খুঁজছেন সোহিনী
View this post on Instagram
অন্য খবর দেখুন