সিউড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। বিভিন্ন জেলায় রাস্তা জলমগ্ন। নদীতে (River) জল (Water) বেড়েছে। তা থেকে বাদ গেল না বীরভূমও। শুক্রবার বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে ঢুকল কোপাই নদীর জল। এক বুক জল পেরিয়ে মা কংকালীর সন্ধ্যারতি পুরোহিতদের।
অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও মেঘভাঙা বৃষ্টি। বৃহস্পতিবার সারারাত ভারী বৃষ্টি হয়েছে জেলায়। খুব স্বাভাবিকভাবেই কোপাই নদীর জল ছাপিয়ে মন্দির চত্বরে ঢুকেছে। এদিন দুপুরে কঙ্কালীতলা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ ঘোষণা করেছে। সন্ধ্যা বাড়তেই কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহে জল ঢুকেছে।
আরও পড়ুন: অলিম্পিকে পদক জয়ী মনু ভাকেরের কোচকে বাড়ি খালি করার নোটিস