পাটনা: তোর শুরু হল। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার (Bihar Deputy Chief Minister Vijay Kumar) বৃহস্পতিবার একটি ছবি প্রকাশ করেন। তাতে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আরজেডি নেতা তেজস্বী যাদবের (RJD leader Tejashwi Yadav) সঙ্গে নিটের প্রশ্ন ফাঁসে (NEET-UG 2024 Paper Leak) গ্রেফতার অমিত আনন্দকে দেখা গিয়েছে। বিজয় কুমারের অভিযোগ, তেজস্বীর আপ্ত সহায়কের সঙ্গে অমিতের যোগাযোগ রয়েছে। তাঁকে পাটনায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের বাংলোয় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তেজস্বীর আপ্ত সহায়ক। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানায়, পাটনায় তাদের কোনও বাংলোই নেই।
আরও পড়ুন:প্রদেশ সভাপতি হিসেবে এখন কাজ চালিয়ে যাবেন অধীরই
এদিকে শুক্রবার আরজেডি তাদের এক্স হ্যান্ডেলে আর একটি ছবি পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে, অমিত আনন্দ বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন। ওই পোস্টে লেখা হয়, নিটে প্রশ্নপত্র ফাঁসে মুল অভিযুক্তের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী। একজন তথাকথিত প্রভাবশালী মন্ত্রীকে সংবর্ধনা দিচ্ছেন এক অভিযুক্ত। আরজেডির দাবি, এরপরই সম্রাট অমিতের সঙ্গে থাকা তাঁর সমস্ত ছবি সমাজমাধ্যম থেকে মুছে দেন। আরজেডির কটাক্ষ, চিন্তা করবেন না। আমাদের কাছে সব ছবি রয়েছে। আমরা সেগুলি আর এক উপমুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব। এদিন তেজস্বী বলেন, আমার আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন। তাহলেই তো সব জানা যাবে। শুধু শুধু বাতাসে গুজব ছড়িয়ে লাভ কী।
দেখুন ভিডিও