পূর্ব বর্ধমান: উত্তর ভারত ভ্রমণ করে নদিয়ার রানাঘাটে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। মঙ্গলবার সন্ধ্যায় ১৯ নম্বর জাতীয় সড়কে গলসি থানার গলিগ্ৰামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, কালী পুজোর জন্য গলিগ্ৰামের কাছে পুলিশ নো-এন্ট্রি ডিউটি পালন করছিল। ওই সময় একটি ট্রাক সেখানে দাঁড়িয়ে ছিল। বর্ধমান মুখী ওই বাস লড়িটির পিছনে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থেকে আসা আরও একটি পন্নবাহী ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। এরপর বাসটি গিয়ে সামনে লড়িতে ধাক্কা মারে।
দূর্ঘটনা জেরে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হন। পাশাপাশি ঘটনায় আহত হন পিছনের ট্রাকে থাকা খালাসীও। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ন’জনকে ছেড়ে দেওয়া হয়। খালাসী ও বাসের এক যাত্রীর আঘাত বেশি থাকায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তবে কিছু সময়ের পর গাড়ি সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।