ঘূর্ণিঝড় ডানার কারণে রাজ্যে প্রবল ঝড় বৃষ্টি। এরই মাঝে, শুক্রবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। পথ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি পূর্ব বর্ধমানের। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে বালি বোঝাই ডাম্পার গাড়ি ধাক্কা মারে ও ব্যক্তির উপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। অ্যাক্সিডেন্টের পর গুরুতর আহত অবস্থায় ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু মাছ ব্যবসায়ীর!
শুক্রবার সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পারুলিয়া এলাকায়। যা জানা যাচ্ছে, শুক্রবার সকালে ওই ব্যক্তি মাছ খালি করার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় একটি বালি বোঝাই ডাম্পার গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে।
ধাক্কা মারার পর ওই গাড়িটি ব্যক্তির শরীরের উপর দিয়ে চলে যায়। যার ফলে গুরুতর যখন হন ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় মাছ ব্যবসায়ীকে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে সেখান থেকে পাঠানো হয় কালনা হাসপাতালে। কিন্তু ব্যক্তিকে কালনার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম তারক রাজবংশী। ব্যক্তির বাড়ি জালুই এলাকায়। ইতিমধ্যে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। ঘটনাটির প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনই হুগলির শ্রীরামপুর থেকে মাছ লোড করে জালুইডাঙ্গা এলাকায় তার বাড়ি থেকে গাড়িতে উঠতেন ওই মাছ ব্যবসায়ী। এদিন সকালেও ওঠার পর পারুলিয়াতে মাছ খালি করার জন্য দাঁড়ালে এই দুর্ঘটনা। আজ কালনা হাসপাতালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।