বসিরহাট: বসিরহাটের বিস্তৃর্ণ এলাকা দীর্ঘ দেড়মাস ধরে জলবন্দী। মেলেনি ত্রাণ। নদীর সংস্কার ও ফসলের ক্ষতিপূরণ এর দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বন্যা কবলিত অসহায় মানুষগুলো। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহাকুমার বাদুড়িয়ার ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা, রায়পুর, কানুপুর এলাকার ঘটনা। বাদুড়িয়ার বাগজোলা পঞ্চায়েতের,খাজরা, রায়পুর, কনুপুর সহ বিস্তীর্ণ এলাকা দীর্ঘ দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে জল, এলাকায় কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল , কয়েক হাজার বিঘা ফসলের জমি জলের তলায় , বিভিন্ন ফসলের প্রচুর ক্ষতি।
আরও পড়ুন: যুবতীর সঙ্গে অশালীন আচরণ, আটক যুবক
এতদিন ধরে এলাকার মানুষ জলবন্দী হয়ে রয়েছে কিন্তু কোন প্রশাসনিক কর্তা বা পঞ্চায়েত, বিডিও অফিস থেকে কেউই এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছে না বা কোনরকম ত্রাণ দিচ্ছে না বলে অভিযোগ। তাই এলাকার মানুষ রাস্তায় নেবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল। তাদের দাবি, অবিলম্বে ত্রাণের ব্যবস্থা এবং নদীর সংস্কার করতে হবে। নদী সংস্কার করলেই এই সমস্যা থেকে রেহাই পাবে এলাকার মানুষ। যদিও এই বিষয়ে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহনের কর্মাধ্যক্ষ কুমারেশ রায় বলেন_আমরা ইতিমধ্যেই ত্রাণের ব্যবস্থা করেছি , তবুও আপনাদের মাধ্যমে শুনলাম যারা পায়নি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং তাদের ত্রাণের ব্যবস্থা করব। নদীর সংস্কারের কাজ শুরু হয়েছে, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।
অন্য খবর দেখুন