মেক্সিকো: এবার বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। দ্য টোয়াইলাইট তারকা এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। সম্প্রতি এক কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা জানান সুকি নিজেই।
‘টোয়াইলাইট’ সিরিজের চারটি ছবিতে কাজ করে রাতারাতি তারকা তকমা অর্জন করেন তিনি। ‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে এডওয়ার্ড চরিত্র তাঁকে জনপ্রিয় করে তুলেছিল। কয়েক বছর আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে দেখা ব্যাটম্যানের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘দ্য ব্যাটম্যান’-এর মাধ্যমে অভিনয় জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছিলেন রবার্ট।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেমের সূত্রপাত রবার্টের। গত পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও তা নিয়ে জনসমক্ষে তেমন ভাবে কথা বলেননি রবার্ট বা সুকি কেউই। তবে সম্প্রতি এক গানের অনুষ্ঠানে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা শ্রোতাদের জানা সুকি নিজেই।
অন্য খবর দেখুন: