দক্ষিণ ২৪ পরগনা: বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি। বজবজ থানা (Budge Budge PS) এলাকার মিঠাপুকুরে একটি সোনার দোকানে বেলা বারোটা পনেরো নাগাদ ঘটে ঘটনাটি। সোনার দোকানের মালিকের (Gold Shop Owner) অভিযোগ, দোকানের মধ্যে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে তিনজন আসে এবং ভেতরে ঢুকে যায় অভিযুক্তরা। এরপর অভিযুক্তরা দোকানের মালিককে রুপোর চেন দিতে বলে। তারপর দোকান মালিক বলে বাইরে যাওয়ার জন্য। অভিযোগ তখনই দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলে যা আছে সব বার করতে, না হলে গুলি করে দেব। এরপর দোকান মালিককে ধরে রেখে অভিযুক্তরা সোনা, রুপো এবং নগদ টাকা নিয়ে নেয়। তারপরই দোকান থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
দোকান মালিকের অভিযোগ দুটি বাইকে করে তিনজন আসে। মাথায় হেলমেট পড়া এবং মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় এসেছিল অভিযুক্তরা । আনুমানিক ৭ লক্ষ টাকার মতো সোনা, রুপো খোয়া গিয়েছে বলে জানান দোকানের মালিক। এবং নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকার মতো ছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: হকার উচ্ছেদ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ অধীরের
আরও খবর দেখুন