নয়াদিল্লি: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ১০০ কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার রোনাল্ডো (Cristiano Ronaldo)। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানিয়েছেন রোনাল্ডো। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন তিনি। যার শিরোনাম দিয়েছেন ১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।
পোস্টে রোনাল্ডো লিখেছেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১০০ কোটি অনুসারী। এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি। এটি আমাদের ভাগাভাগি করে নেওয়ার আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা ও এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ। ৩৯ বছয় বয়সী পর্তুগিজ তারকা লিখেছেন, মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত আমি সবসময় আমার পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। এখন আমরা ১০০ কোটি মানুষ একত্র হয়েছি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে মেল জুনিয়র ডাক্তারদের
রোনাল্ডো বর্তমানে ছয়টি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে। সেখানে ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। এরপরে ফেসবুকে তাঁর ফলোয়ার ১৭ কোটি ৫ লাখ। এক্স হ্যান্ডলে ফলোয়ার ১১ কোটি ৩০ লাখ। তাঁর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ৬ কোটি ৬ লাখ।
আরও খবর দেখুন