মুম্বই: কমেডি-হরর ঘরানার মুভির হাত ধরে ওটিটিতে একসঙ্গে সোনাক্ষী-রিতেশ। সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), রিতেশ দেশমুখের (Riteish Deshmukh) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সাকিব সেলিমও (Saqib Saleem)। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে কাকুদা (Horror Comedy Kakuda)। ছবি টিজারও মুক্তি পেয়েছে। ছবি নিয়ে রীতিমতো উত্তেজিত কলাকুশলীরা। তাঁরাই শেয়ার করেছেন ছবির গল্প।
সিনেমাটি পরিচালনা করছেন মারাঠি ফিল্ম নির্মাতা আদিত্য সরপোটদার (Film Directed By Aditya Sarpotdar)। যার হরর কমেডি “মুঞ্জা” প্রেক্ষাগৃহে সফলভাবে চলছে। পরিচালক আদিত্য সরপতদারের কমেডি-হরর ছবি কাকুদার ( Kakuda A Direct To Digital Film Directed By Aditya Sarpotdar) সদ্য টিজার মুক্তি পেয়েছে। টিজারটির ক্যাপশনে লেখা হয়েছে – “কাকুদা কে আনা কা ওয়াক্ত হো গয়া হ্যায়…। সোনাক্ষী সিনহা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নতুন ছবিটির ঘোষণা দিয়েছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে রীতেশ দেশমুখ, সাকিব সেলিম এবং আদিত্য সরপোটদারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে সোনাক্ষী লেখেন যে ছবির শুটিং আজ থেকে শুরু হল। সাকিবও নতুন ছবিটি ঘোষণার করে ক্যাপশনে লেখেন ‘আজকের তাজা খবর।
ছবিটির পটভূমি উত্তরপ্রদেশের মথুরা জেলার রাতোদি গ্রামে তৈরি করা হয়েছে। এই গ্রামের সমস্ত বাড়িতে দুটি দরজা রয়েছে, একটি সাধারণ আকারের এবং একটি অন্যটির চেয়ে ছোট। ছবির গল্পে দেখা গিয়েছে, প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যা সওয়া সাতটায় প্রতিটি বাড়ির ছোট দরজা খুলতেই হবে। দরজা না খুললেই কাকুদা আক্রমণ করে বাড়ির পুরুষদের। তাদে্র শাস্তি দেওয়া হয়।
আরও পড়ুন: মেয়ের সঙ্গে প্রতিযোগিতা অনুষ্কার, নেটপাড়ায় ভাইরাল মুহূর্ত
এবার আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে তো, কাকুদা কে… কেন সে গ্রামের পুরুষদের শাস্তি দেয়? গ্রামবাসীদের এই শাস্তি থেকে মুক্তি মিলবে কী করে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবি দেখলেই। সোনাক্ষী, রিতেশ এবং সাকিবের অদ্ভুত কমিক টাইমিং ছবিতে ধরা পড়েছে। টিজার প্রকাশের পর ছবি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। পরিচালক আদিত্য বলেছেন, হরর-কমেডি ঘরানার ছবি, ভয় এবং হাসির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রেখেই তৈরি এই ছবি। আমি ছবিকে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি। দর্শকরা একই সঙ্গে ভয় দেখানো ও হাসানো একটি চ্যালেঞ্জিং কাজ। কাকুদা যে দর্শকদের মনে জায়গা করে নেবে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী।
View this post on Instagram
অন্য খবর দেখুন