টেলিভিশনের (Television) জনপ্রিয় অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক সিরিয়াল ও সিনেমায় অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছিল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া’য়(Anurager Chhowa)। সিরিয়ালের তাঁর চরিত্রের নাম লাবণ্য সেনগুপ্ত।
সিরিয়ালপ্রেমী মহলে ইতিমধ্যেই জনপ্রিয়তা বাঁধ ভেঙেছে অভিনেত্রীর। নায়ক সূর্যের মা লাবণ্য দাপুটে স্বভাবের। সেনগুপ্ত বাড়িতে তার কথাই শেষ কথা। সদ্য সিরিয়ালে বড় দুর্ঘটনার কবলে পড়েছিল সে। বহুবছর কোমায় থাকার পর এবার সম্ভবত শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শেষদিনের শুটিং। এই শুটিংয়ের পরই সোশ্যাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট অভিনেত্রী।
আরও পড়ুনঃ লরেন্স ভাইকে ভিডিওকলে ডাকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা
কী লিখছেন রুপাঞ্জনা?
লাবণ্য সেনগুপ্তের একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রীর লিখছেন, ‘তিনটি অসাধারণ বছর লাবণ্য সেনগুপ্তের জীবনযাপন করার পর, এখন আমার সময় এসেছে এই চরিত্রকে বিদায় জানাবার, যে আমাকে এত কিছু দিয়েছে। লাবণ্য শুধু একটি ভূমিকা ছিল না; তিনি আমার এক অংশ হয়ে উঠেছিলেন। তাঁর যাত্রায় আমি হাসলাম, কাঁদলাম, সংগ্রাম করলাম এবং বেড়ে উঠলাম—শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও।’
অভিনেত্রী আরও লিখছেন,’যাদের দেখে, সমর্থন করে এবং ভালোবাসার সাথে লাবন্যকে গ্রহণ করেছেন—তাদের সকলকে ধন্যবাদ। আপনারা যে উষ্ণতা দিয়েছেন, তা এই চরিত্রকে জীবন্ত করতে সাহায্য করেছে, যা আমি কল্পনাও করতে পারিনি। আপনারা আমার জন্য এক অমূল্য উপহার।’
রুপাঞ্জনার সংযোজন,’লাবন্যকে বিদায় জানিয়ে, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি স্মৃতি, শিক্ষা এবং এই সময়ে গড়ে ওঠা গভীর সম্পর্কগুলো। তিনি আমাকে দৃঢ়তা, মর্যাদা এবং ভালোবাসার শক্তি শেখিয়েছেন। আমি আশা করি, তাঁর যাত্রা আপনার হৃদয়ে ঠিক তেমনভাবে প্রভাব ফেলেছে, যেমনটি আমার উপর ফেলেছে। আমাকে আপনার লাবণ্য হতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই অধ্যায়টি শেষ হলেও, তাঁর আত্মা সর্বদা আমার সঙ্গে থাকবে—এবং আপনাদের সবার সঙ্গেও। কৃতজ্ঞতা এবং ভালোবাসাসহ রূপাঞ্জনা।’
দেখুন আরও খবরঃ