নয়াদিল্লি: চিরশত্রু দেশ হলেও, রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা সর্বজন বিদিত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ বন্ধ করে দেবেন। অনেকে মনে করেছিলেন ডেমোক্র্যাটের বদলে রিপাবলিকান ট্রাম্প আমেরিকার মসনদে বসলে মস্কো-ইউক্রেনের (Ukraine) যুদ্ধ থামতে পারে। কিন্তু, তার কোনও লক্ষণ এখনও পর্যন্ত দেখা যায়নি। বরং এবার ইউক্রেনে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া। শনিবার রাতভর ও রবিবার সকালে ইউক্রেনের জ্বালানি ক্ষেত্র (এনার্জি সেক্টর) লক্ষ্য করে ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যার ফলে অন্ধকারে ডুবে যায় ইউক্রেনের বড় অংশ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের উপর বিশাল হামলা করে। রবিবার ভোরে ‘এনার্জি সেক্টরে’ বিশাল হামলা হয়।
তবে জেলেনস্কি এও বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক আক্রমণই প্রতিহত করা গিয়েছে। মাইকোলাইভে ড্রোন হামলায় দুজনের মৃত্যু হয়েছে। এতে দুই শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন। শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে আমাদের শক্তি অবকাঠামো। ইউক্রেনের সমস্ত অঞ্চলকে লক্ষ্য করে হামলায় বিভিন্ন ধরনের ড্রোন, ক্রুজ, ব্যালিস্টিক এবং অ্যারোব্যালিস্টিক মিসাইল, জিরকন, ইস্কান্ডার এবং কিনজাল ব্যবহার করেছে। অনেক এলাকা বিদ্যুৎবিহীন।
আরও পড়ুন: নাজেহাল ইজরায়েল, এবার কি যুদ্ধ বিরতির ডাক?
দেখুন অন্য খবর: