ওয়েব ডেস্ক: পুতিন-মোদির সম্পর্ক নিয়ে জোর চর্চা আন্তর্জাতিক মহলে। সেই চর্চা আরও এক দফা জোরদার করল ভ্লাদিমির পুতিনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশস্তি। মোদির ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির প্রশংসার পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়েও উচ্ছ্বসিত রাশিয়ার রাষ্ট্রনায়ক। সেই সঙ্গেই ভারতে বিনিয়োগ করার উৎসাহ ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার মস্কোয় পঞ্চদশ ভিটিবি রাশিয়া কলিং ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখছিলেন রুশ রাষ্ট্রনায়ক। তখনই রাশিয়ার আমদানি প্রতিস্থাপন কর্মসূচির সঙ্গে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’র তুলনা টানলেন পুতিন। বলেন, ”ভারতের প্রধানমন্ত্রীও মোদিও একই কর্মসূচি গ্রহণ করেছেন, যার নাম ‘মেক ইন ইন্ডিয়া’।
আরও পড়ুন: বাংলাদেশের টাকা থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি
ভারতে উৎপাদন পরিকাঠামো প্রস্তুত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। যার নিয়ন্ত্রক নীতি হল ‘ইন্ডিয়া ফার্স্ট’। আমরা বিশ্বাস করি ভারতে বিনিয়োগ লাভজনক হবে।”
পুতিনের এহেন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছে ওয়াকিমহল মহল। সম্প্রতি আমেরিকার মসনদে দ্বিতীয়বারের জন্য বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার আগেই একের পর হুঁশিয়ারির মুখোমুখি হয়েছেন ট্রাম্প। দেখা গিয়েছে শুল্ক নিয়ে একাধিক সংশয়। যদিও ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। এই ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। তারপর থেকেই বেড়েছে সংশয়। তবে কি ট্রাম্পের হুঁশিয়ারির কথা মাথায় রেখেই ভারতের বাজারে বিনিয়োগের স্পষ্ট বার্তা দিলেন পুতিন?
দেখুন আরও খবর: