কলকাতা: ডিজিটাল অ্যারেস্ট বা অনলাইন প্রতারণার ঘটনা আজকাল নিত্যদিন ঘটে থাকে। সম্প্রতি, রাশিয়ার তদন্তকারী সংস্থা ফেডারাল সিকিউরিটি সার্ভিস একটি বড়সড় ভুয়ো কল সেন্টার চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। সোমবার ওই কল সেন্টারের ১১ জন কর্মীকে আটক করেছে সংস্থা। এই চক্রের মাধ্যমে ভারত, ব্রিটেন, কানাডা, ব্রাজিল, জাপান-সহ প্রায় ৫০টি দেশের এক লক্ষেরও বেশি মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এই প্রতারণার মাধ্যমে প্রতিদিন প্রায় ১০ লক্ষ ডলার উপার্জন করত এই প্রতারণা চক্রটি। সূত্রের খবর, অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হত এই কল সেন্টারের তরফে। একবার কেউ সেই ফাঁদে পা দিলেই তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। এই প্রতারণায় আন্তর্জাতিক স্তরের একটি সংগঠিত অপরাধ চক্রের জড়িত থাকার প্রমাণ পেয়েছে এফএসবি।
আরও পড়ুন: সিরিয়া ছেড়ে পালিয়ে কোথায় আশ্রয় পেলেন বাশার আল আসাদ?
রাশিয়ার তদন্তকারী সংস্থা সন্দেহ করছে, এই চক্রের সঙ্গে জর্জিয়ার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ডেভিড কেজেরাশভিলি যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে লন্ডনে রয়েছেন বলে দাবি করা হয়েছে। কেজেরাশভিলির মালিকানাধীন সংস্থা ‘মিল্টন গ্রুপ’-এর বিরুদ্ধে আগেও আন্তর্জাতিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। এদিকে ভারতে সাইবার অপরাধের পরিসংখ্যানও উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ পোর্টালের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম চার মাসেই ৭ লক্ষ ৪০ হাজার সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে। ২০২৩ সালে মোট অভিযোগ জমা পড়েছিল সাড়ে ১৫ লাখের বেশি। প্রতারণার মাধ্যমে লক্ষাধিক কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে লগ্নি, বন্ধুত্বের অ্যাপ এবং শেয়ার বাজার সংক্রান্ত টোপের ব্যবহার বেশি। ভারত সরকার দেশবাসীকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
দেখুন আরও খবর: