কলকাতাঃ আরজি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনা সামনে আসার পর থেকেই, রাজ্যের সরকারি হাসপাতালগুলি থেকে একাধিক অভিযোগ সামনে আসছে। কখনও আর্থিক দুর্নীতি, তো কখনও গ্লাভসে রক্ত, আবার কখনও মরচে ধরা কাঁচি। এরই মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ওঠে ক্রিটিক্যাল কেয়ার উনিট থেকে জেনারেল বেড বিক্রি করে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগের প্রেক্ষিতেই হাসপাতালের পক্ষ থেকে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি।
আরও পড়ুন: শিলাবতীর গ্রাসে চন্দ্রকোনা! আতঙ্কে গ্রামবাসীরা
তবে হাসপাতালের পক্ষ থেকে তৈরি তদন্ত কমিটি তদন্তে নেমে বেড বিক্রির অভিযোগের সপক্ষে কোনও তথ্য প্রমাণ পায়নি বলে জানানো হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে ১১ জন সদস্যকে নিয়ে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। যার মধ্যে রয়েছেন ৪ জন জুনিয়র চিকিৎসকও। তদন্তে কিছু উঠে না এলেও, ভবিষ্যতে যাতে এই ধরনের কোন অভিযোগ না ওঠে তারই প্রেক্ষিতে হাসপাতালের তদন্ত কমিটির পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপের সুপারিশ করা হয়েছে।
তবে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় এবং টিএমসি-র কর্মী ইউনিয়নের নেতা জয়ন্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁরা হাসপাতালের ল্যাব-কিট বেসরকারি ল্যাবে পাচার করতেন বলে। এই অভিযোগের প্রেক্ষিতে সোমবার হাসপাতালে তদন্ত রিপোর্ট জমা দেবে আলাদা একটি তদন্ত কমিটি।
দেখুন অন্য খবর: