মুম্বই: শিরোনামে সলমন খান (Salman Khan)। লাগাতার মিলছে প্রাণনাশের হুমকি। পাঁচ লক্ষ টাকা দাবি করে এবার অভিনেতাকে হুমকি চিঠি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। যদিও সরাসরি হুমকি পাননি সলমন। হুমকি আসে মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে লরেন্স স্পষ্টত জানিয়েছে, ‘এই বার্তা হালকা ভাবে নেবেন না। নইলে বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে।’ অপরদিকে হুমকির আবহেও জোর কদমে টেলিভিশন শো ‘বিগ বস ১৮’-এর সঞ্চালনা করছেন বলিউডের ভাইজান। হুমকির পরে সলমনকে গৃহবন্দী থাকার নির্দেশ দেয় পুলিশ। তবে তিন ঘণ্টার বেশি শুটিং থেকে বিরত রাখা গেল না তাঁকে। স্বমহিমায় বিগ বসের নয়া এপিসোডের শুটিং করেন অভিনেতা।
আরও পড়ুনঃ সৃজিত ভার্সেস শিবু! টেক্কা-বহুরূপী না শাস্ত্রী? পঞ্চমীতে বক্স অফিস কাঁপাবে কে?
এদিন দুপুর তিনটে নাগাদ লাঞ্চ সেরে, চারটে থেকে শুটিং শুরু করেন। আপাতত ‘উইকেন্ড কা ওয়ার’-এ কোনও তারকা ছবির প্রচারে আসছে না। তবে শোনা যাচ্ছে, ‘লাফটার শেফ’-র কৃষ্ণা অভিষেক এবং সুদেশ লাহিড়ী আসতে পারেন তাদের অতিথি হয়ে। থাকবে মজাদার কথোপকথন ও গেম। সলমনের আশেপাশে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেউ এলেও রাখা হয়েছে কড়া নজরদাড়িতে।
উল্লেখ্য, সেটের সকলে কলাকুশলীদের ঢোকার আগে আঁধারে কার্ড দেখাতে হচ্ছে। কড়া নির্দেশ জারি হয়েছে সেট থেকে কেউ বের হবেন না। সেটে সলমান খানের সঙ্গে আছে প্রায় ৫০জন নিরাপত্তারক্ষী। এছাড়াও, বি-টাউনে
দেখুন আরও খবরঃ