মুম্বই: বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানকে (Salman Khan) প্রাণে মারার হুমকি। এবার নগদ দু’কোটি টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হল বলে অভিযোগ। মঙ্গলবার হুমকির বার্তা পেয়েছে মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল। বাবা সিদ্দিকীর পর এবার একের পর এক হুমকি মিলছে সলমন খানের।
আরও পড়ুন: ‘তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই’ ভালোবাসার মানুষকে বার্তা তন্বীর
পুলিশ সূত্রে খবর, হুমকিকে সাফ জানানো হয়েছে দু’কোটি টাকা না দিলে প্রাণে মারা হবে সলমন খানকে। তারপর নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। ওড়লি থানায় অজ্ঞাত ব্যক্তির পরিচয়ে রুজু হয়েছে মামলা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলশ।
কয়েকদিন আগেও গ্যাংস্টার লরেন্স সিদ্দিকীর হুমকির মুখে পড়েন সলমন। সুপারস্টারের কাছে পাঁচ কোটি টাকা চেয়ে হুমকির বার্তা দেওয়া হয়। যদিও সরাসরি সলমনের কাছে কোনও বার্তা যেন। বার্তা পাঠানো হয় মুম্বই পুলিশের কাছে। বলিস্টারের নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ।
দেখুন আরও খবর: