কলকাতা: ব্যক্তিগত জীবন থেকে তাঁর লুক, তা নিয়ে বরাবরই চর্চায় থাকেন সামান্থা রুথ (Samantha Ruth)। এবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে সকলের নজর কাড়লেন অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছিল অভিনেত্রীর ভাইয়ের বিয়ের আসর। সেখানে অভিনেত্রী লুক ছিল নজরকাড়া। এক কথায় তাঁকে দেখে চোখের পলক পড়বে না ফ্যানেদের। বিয়ের ছবিও শেয়ার করেছেন সামান্থা। ইনস্টাগ্রামে মাঝেমাঝেই নিজের ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। তাঁর এই মেদহীন চেহারার ঝড় তুলেছেন পুরুষ হৃদয়ে। সেরকম স্টানিং লুক ধরা পড় সামান্থার (Samantha Looks Stunning) ভাইয়ের বিয়েতে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ অভিনেতা মনোজ মিত্র
View this post on Instagram
সামান্থা ভাই ডেভিডের বিয়েতে বেগুনি গাউনে গ্ল্যামারেশ দেখাচ্ছে, পারিবারিক মুহূর্তগুলি ভাগ করে নিয়েছেন। একটি বেগুনি স্লিভলেস গাউন পরে ভাইয়ের বিয়েতে পোজ দিতে দেখা গিয়েছে সামান্থাকে। স্লিভলেস স্লিট গ্রাউন। তার সঙ্গে মানানসই হালকা মেকআপ লুক, তার চুলগুলো খোলা। বেগুনি গাউনে সামান্থার সেক্সসাপিল ঘুম কেড়েছে নেটিজেনদের। জেনেভা হ্রদের মনোরম পরিবেশে অভিনেত্রীকে বেশ প্রাণবন্ত লাগছে। ফুলের সঙ্গে পোজ দিয়েছেন। একটি মনোমুগ্ধকর পরিবেশে মাঝে একা দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে পরিবার এবং বন্ধুদের উপভোগ করতে দেখা গিয়েছে৷ অভিনেত্রী ক্যাপশনে একটি সাদা হৃদয় এবং ঝকঝকে ইমোজি পোস্ট করেছেন এবং লিখেছেন পরিবার।
View this post on Instagram
অন্য খবর দেখুন