নয়াদিল্লি: সন্দেশখালি (Sandeshkhali Incident ) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধাক্কা রাজ্যের। সন্দেশখালিতে নারী নির্যাতন এবং জমি দখলের ঘটনায় সিবিআই তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত। ওই মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখলের অভিযোগ জানিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে যায় রাজ্য। শাজাহান শেখ সহ তার অনুগামীদের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার বৈধতা চ্যালেঞ্জ করেছিল রাজ্য। সোমবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হয়। সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের বিরোধিতা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। আদালতের প্রশ্ন, মাসের পর মাস রাজ্য কেন ব্যবস্থা নেয়নি? সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে জানতে চায়, যেখানে সন্দেশখালিতে নারী নির্যাতনের ভূরি ভূরি অভিযোগ উঠেছে, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানে কেন রাজ্য সরকারের এই অবস্থান। রাজ্য কেন সিবিআই তদন্তের বিরোধিতা করছে, তবে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য? প্রশ্ন শীর্ষ আদালতের
আরও পড়ুন: উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
এর আগেই ২৯ এপ্রিলের শুনানিতে বিচারপতি বি আর গাভাই প্রশ্ন তুলেছিলেন, ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন সুপ্রিম কোর্টে? বিষয়টির বিরুদ্ধে জোরদার পদক্ষেপ করা সত্ত্বেও রাজ্য সম্পর্কে হাইকোর্টের রায়ে বিরূপ মন্তব্য করা হয়েছে বলেই সুপ্রিম কোর্টে আসা হয়েছে, যুক্তি দিয়েছিল রাজ্য।
শুধু যৌন নিগ্রহ এবং জমি দখল নয়, হাইকোর্ট একইসঙ্গে পুরনো রেশন দুর্নীতির মামলার তদন্তভারও সিবিআইকে দিয়েছে। এই বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। কিন্তু বিচারপতি গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, মাসের পর মাস রাজ্য সরকার কিছুই করনি।
দেখুন ভিডিও