বসিরহাট: সন্দেশখালি থানার (Sandeshkhali PS) ছোট কলা গাছি নদী থেকে তৃণমূলকর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম হাফিজুল মোল্লা (৩২)। রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। এলাকার এক যুবকের সঙ্গে তাঁকে ঘোরাঘুরি করতে দেখেন বাসিন্দারা। আজ, সোমবার সকালে সন্দেশখালি থানার পুলিশ ছোট কলাগাছি নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে হাফিজুল মোল্লার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
হাফিজুলের বাড়ি বেলমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাগদী পাড়ার কাছে। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালি বেনমজুর গ্রাম পঞ্চায়েতের বাগদী পাড়ায়।
আরও পড়ুন: সব বাজারে মা ক্যান্টিন খোলার প্রস্তুতি নিচ্ছে রাজ্য পুর দফতর
আরও খবর দেখুন