নিউটাউন: সন্দীপ ঘোষের (Sandip Ghosh) নতুন সম্পত্তির হদিশ মিলল৷ বাড়ির নাম ঘোষ ভিলা। নিউটাউনে নোয়া পাড়া মল্লিক বাগান হাতিয়ারা। এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকত। মাঝে মধ্যে নিউটাউনের এই বাড়িতে আসত সন্দীপ। বিলাস বহুল তিন তলা বাড়ি। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Incident) তরুণী চিকিৎসক এর খুনের ঘটনার পর থেকে তার পরিবার এখানে আর থাকে না। বাড়িটি এই মুহূর্তে তালা বন্ধ অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: পুলিশ ও সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা
হাতিয়ারার নোয়াপাড়ার মল্লিকবাগান এলাকায় ঘোষ ভিলা নামে একটি তিনতলা বাড়িতে। এই সম্পত্তি সন্দীপ ঘোষের। বাড়ির দেওয়ালে সিবিআই এর একটি ১৫/০৮/২০২৪ তারিখের নোটিস লাগানো রয়েছে, যে নোটিসে সন্দীপ ঘোষের নাম রয়েছে। এ দিনই বেলেঘাটায় নিজের বাড়ি বাদেও সন্দীপ ঘোষের আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে৷ এর মধ্যে একটি ফ্ল্যাটে নিজের অফিস করেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ৷ শুক্রবার ক্যানিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি বাংলোর খোঁজ মিলেছিল৷ উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ।
অন্য খবর দেখুন