কলকাতা: আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) কেঁপে গোটা রাজ্য রাজনীতি। আজও সরগরম রাজপথ। ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তিন মাস কেটে গিয়েছে। এখন কী অবস্থায় নৃশংস হত্যাকান্ডের মূল অভিযুক্ত?
আরও পড়ূন: লিঙ্গ সাম্যতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে বলতে নরওয়েতে ডাক অভিষেককে
জেলে বহাল তবিয়েতে সঞ্জয়। চার্জ গঠনের পরেও কোনও তাপ উত্তাপ নেই। রীতিমতো ‘ডোন্ট কেয়ার’ আবভাব। জেল সূত্রে খবর, সকালের চা থেকে রাতের ডিনার সবটাই খাচ্ছে। অনুতাপ বা ভয় কোনোটাই নেই। ৪ তারিখ শিয়ালদহ কোর্টে চিৎকার করে মিডিয়ার কাছে নিজেকে নির্দোষ বলে সাফাই দিয়েছে সঞ্জয়। তবে জেল থেকে ফেরার পর রাগ, অনুশোচনা বা মানসিক চাপে দেখতে পাওয়া যায়নি সঞ্জয়কে।
সোমবার থেকে শিয়ালদহ কোর্টে ট্রায়াল শুরু সঞ্জয়ের। শুনানি চলবে রুদ্ধদ্বার কক্ষে। আদালত সূত্রে খবর, এদিন টানা শুনানি চলবে সঞ্জয়ের ধর্ষণ ও খুনের মামলার। বিচারপর্ব দ্রুত শেষ করে দোষীকে শাস্তি দেওয়ার জন্য রোজ শুনানি চলবে বলে আদালত সূত্রে খবর।
দেখুন আরও খবর: