রাজস্থান: ধর্মীয় স্থানে দান-বাক্সে টাকা দেওয়ার রীতি ভারতে বেশ প্রচলিত। তবে দান বাবদ যদি কোটি কোটি টাকা জমা হয়, তাহলে তো সেটা অবাক করার মতোই একটা বিষয়। আসলে সম্প্রতি, রাজস্থানের একটি মন্দিরে ঘটেছে এমনটাই। সেখানে সাঁওয়ালিয়া শেঠ মন্দিরের দান বাক্সে পাওয়া টাকা গুনতে হিমশিম খেলেন মন্দির কর্মীরা। কারণ, সেখানে পাওয়া গিয়েছে নগদ ১৯ কোটি টাকা! সেই সঙ্গে আবার একটি ১ কেজি ওজনের সোনার বিস্কুটও পাওয়া গিয়েছে বলে খবর। গত অমাবস্যায় রাজস্থানের চিত্তৌরগড়ে অবস্থিত এই মন্দিরে বিরাট অঙ্কের দান জমা পড়েছে।
আসলে দু’মাস অন্তর এই মন্দিরের তহবিল খুলে গণনা করা হয়। এবার সেই দান বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ হয়েছে কর্মীদের। কারণ প্রাপ্ত দান একবারে গোনা সম্ভব হয়নি। জানা গিয়েছে, প্রথম ধাপে ১১.৩৪ কোটি টাকা, দ্বিতীয় ধাপে ৩.৬০ কোটি টাকা এবং তৃতীয় ধাপে ৪.২৭ কোটি টাকা পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৯.২২ কোটি টাকা নগদ গণনা করা হয়েছে। এছাড়াও সোনা এবং রূপোর সামগ্রীগুলির ওজন এবং মূল্যায়নের কাজ এখনও চলছে।
আরও পড়ুন: কাঁদানে গ্যাসে আহত ৮ কৃষক, ‘দিল্লি চলো’ অভিযানে বিরতি
উল্লেখ্য, চিত্তৌরগড়-উদয়পুর হাইওয়ের কাছে অবস্থিত সাঁওয়ালিয়া শেঠ মন্দির ভৈষ্ণব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। ১৮৪০ সালে ভোলারাম গুজ্জর নামের এক গোয়ালা স্বপ্নাদেশ পেয়ে সেখানে তিনটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেন। সেগুলি মণ্ডপিয়া, ভাদসোদা এবং চাপর এই তিন জায়গায় প্রতিষ্ঠা করা হয়। এর মধ্যে মণ্ডপিয়া মন্দিরটি শ্রী সাঁওয়ালিয়া ধামের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণ ভক্ত মীরাবাঈ এই মন্দিরে পূজা করেছিলেন। বর্তমানে এটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে দ্বিতীয় সর্বাধিক পূজনীয় স্থান হিসেবে পরিচিত।
দেখুন আরও খবর: