কলকাতা: সারা তেণ্ডুলকর ও শুভমান গিলের সম্পর্ক নিয়ে চর্চা শেষ নেই। যদিও দুজনের কেউ সম্পর্কের কথা শিকার করেনি। এর মধ্যে জল্পনা বাড়ালেন সারা-গিল। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচে ব্রিসবেনের গ্যালারিতে দেখা গেল সচিনকন্যা সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar)। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে মোবাইলে চোখ রেখেছেন তিনি।
আরও পড়ুন: ব্রিসবেনে খেলা শুরুর সময় বদলে গেল, কেন জেনে নিন
বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। গাব্বায় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বাধ সাধল বৃষ্টি। ১৩ ওভার চলাকালীন বৃষ্টি শুরু হয়। এই এতটা সময় নষ্ট হওয়ায় দ্বিতীয় দিনের শুরুর সময় এগিয়ে এল। ম্যাচ নিয়ে যখন উত্তেজনা চরমে। গাব্বার গ্যালারিতে সারা তেন্ডুলকরকে। গ্যালারিতে সারাতে দেখে নেটিজেনরা শুভমন গিলের (Shubman Gill) খোঁজ শুরু করেছেন। স্যোশাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে স্ট্যান্ড থেকে টিম ইন্ডিয়াকে চিয়ার করছেন সারা। তাঁর সঙ্গে একই স্ট্যান্ডে হাজির ছিলেন প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং হরভজন সিং। সারাকে নীল পোশাকে দেখা গিয়েছে। সব সময় সারা পরিবারের সঙ্গে মাঠে খেলা দেখতে যায়, এবার একাই মাঠে গিয়েছেন। নেটিজেনদের দাবি, ম্যাচ নয়, সারা এসেছেন কেবল গিলকে দেখতে।
Sara Tendulkar Is There to Support Team India. pic.twitter.com/k7iUbTMsSG
— Ahmed Says (@AhmedGT_) December 14, 2024
অন্য খবর দেখুন