শ্রীনগর: জম্মু-কাশ্মীরে (Jammu kahmir) প্রশাসনিক পদে রদবদল। বিজেপির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন সৎ পাল শর্মা (Sat Sharma)। তিনি রবীন্দ্রর রায়নার জায়গায় স্থলাভিষিক্ত হলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সৎ শর্মাকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দিয়েছেন।
দলের তরফ থেকে জানানো হয়েছে, রায়না ২০১৮ সালে বিজেপির সভাপতি পদে নিযুক্ত হন। তাঁর পদের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। রায়না দীর্ঘ ৬ বছর সভাপতির দায়িত্বভার সামলেছেন। বিজেপির সাংগঠিক নির্বাচনের প্রস্তুতির জন্য এতদিন ওই পদে ছিলেন তিনি।
আরও খবর: ঝাড়খণ্ডে ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি বিজেপির, ‘গোগো দিদি’ প্রকল্পে ২১০০ টাকা
এবার জম্মু-কাশ্মীরে বিজেপির সভাপতি হলেন সৎ পাল শর্মা। সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীর ইউনিটের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্বভার সামলেছিলেন শর্মা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজৌরি জেলার নওশেরায় নিজ নির্বাচনী এলাকা থেকে ন্যাশনাল কনফারেন্সের সুরিন্দর চৌধুরীর কাছে ভোটে পরাজিত হন রায়না। তার পর থেকেই জম্মু-কাশ্মীরের বিজেপির সভাপতি হিসেবে রায়নার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। রায়নার পরাজয় জম্মু-কাশ্মীরে বিজেপির জন্য একটা বড় ধাক্কা ছিল। কারণ সেখানে বিজেপি ২৯টা আসন পেয়েছিল।
এদিকে, আজ ন্যাশনাল কনফারেন্স মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে। দল জম্মু-কাশ্মীর বিধানসভার জন্য স্পিকারের নাম চূড়ান্ত করবে। সূত্রের খবর, বর্ষীয়ান এনসি নেতা, জম্মু-কাশ্মীরের প্রাক্তন অর্থমন্ত্রী আবদুল রহিম রাথারকে নয়া স্পিকার হিসাবে নিয়োগ করা হতে পারে। তবে, এনসি বিজেপিকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।
অন্য খবর দেখুন: