বিষ্ণুপুর: একের পর এক হাজিরার এড়ানো, এবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর (Soumita Khan) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ আদালতের। গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি, এমএলএ আদালত। ২০২৩ সালের একটি অশান্তির ঘটনায় ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৯ জুলাই আদালতে হাজিরা না দিলে সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা (Arrest warrant issued ) জারি করতে হবে সৌমিত্র খাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর প্রশাসন, ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে পুলিশ
বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিযেছে, গতবছর ১৩ এপ্রিল সোনামুখী থানার মানিকবাজার এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বিক্ষোভে যোগ দেন সৌমিত্র খাঁ। সেই বিক্ষোভে উপস্থিত থেকে সৌমিত্র খাঁ সোনামুখী থানার তৎকালীন আই সি সৌরদীপ্ত ভট্টাচার্যর বাবা মা তুলে গালিগালাজ করেন বলে অভিযোগ। ওইদিনই পুলিশ সোনামুখী থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সৌমিত্র খাঁর বিরুদ্ধে । সেই মামলায় আদালত বারেবারে অভিযুক্ত সৌমিত্র খাঁকে আদালতে হাজিরার নির্দেশ দিলেও সৌমিত্র খাঁ হাজিরা না দেওয়ায় শেষ পর্যন্ত আদালত ৯ জুলাই এর সময়সীমা বেঁধে দিল সৌমিত্র খাঁকে। ৯ জুলাই হাজিরা না দিলে, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।
দেখুন ভিডিও